ফানেশনস লিগের গ্রুপ পর্বের শেষ দিন ছিল কাল
শেষ দিনে দমিনিক সবোসলাইয়ের যোগ করা সময়ের নবম মিনিটে করা পেনাল্টি গোলে জার্মানিকে জিততে দেয়নি হাঙ্গেরি।

ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। লিগ ‘এ’র ৩ নম্বর গ্রুপের আরেক ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আগের ম্যাচে জার্মানি কাছে ৭-০ গোলে হারা বসনিয়া। জার্মানি ও নেদারল্যান্ডস অবশ্য আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছিল